নালিশ করা বিএনপির পুরোনো রোগ: ওবায়দুল কাদের

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির একটি পুরোনো রোগ হচ্ছে নালিশ করা। আমরা যতো ভালো কাজ করি না কেন, তারা নালিশ করবেই। তারা নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যার্থ। তাই তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হলে কথামালা দিয়েই সন্তুষ্ট রাখতে হবে।

 

বিএনপি মহাসচিবের মধ্যবর্তী নির্বাচনের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, নির্বাচন যদি নিরপক্ষ নাই হয় তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন কেন?। তার দলের ৭জন নির্বাচিত হয়ে সংসদে আছেন। সংসদে যোগ দিয়ে তাকে অবৈধ বললে তারা নিজেরাই অবৈধ হয়ে যায়। এসব বিষয়ে শুধু অভিযোগের খাতিরেই অভিযোগ।

 

শনিবার (২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ আয়োজিত সড়ক পরিবহন আইন ২০১৮ প্রতিপালন কর্মসূচী পরিদর্শনকালে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

 

এসময় মন্ত্রী বলেন, মাত্র সড়ক পরিবহন আইন ২০১৮ পাশ করা হয়েছে, সারাদেশে এ বিষয়ে ক্যাম্পেইন চলছে। এ আইন সম্পর্কে শুরুতে সাধারণ মানুষদের সচেনতা সৃষ্টি করা হচ্ছে। যেহেতু আইন নতুন পাশ করা হয়েছে তাই অনেকেই বিষয়গুলো অবগত নয়। পরিবহন মালিক-শ্রমিক হাইওয়ে পুলিশসহ সর্বস্তরে বিষয়গুলো জানিয়েছি। প্রথম এক সপ্তাহ সতর্কতামূলক পদক্ষেপ নিবে। আমরা শুরুতেই কেউ ভুল করে আইন অমান্য করলে জেল জরিমানা আদায় করছি না। আমরা কিছুদিন সময় দিয়ে পরে পুরোপুরি ভাবে এ আইন প্রয়োগ করা হবে।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন, আমাদের এখানে অবকাঠামোগত উন্নয়নের কোন ঘাটতি নেই। সড়কে অনেক উন্নয়ন হচ্ছে। ঘাটতি আছে শৃঙ্খলার। পরিবহন এবং সড়কে শৃঙ্খলার যে ঘাটতি আছে, এবং যার কারণে দূর্ঘটনা ঘটে পাশাপাশি যানজটের বিষয়টি আমাদের দূর্ভাবনার বিষয়। আমরা এ বিষয়গুলোতে আইনের কঠোর প্রয়োগ করবো। যার ফলে সড়ক এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

 

আওয়ামীলীগে শুদ্ধি অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা পর্যায়কে বাদ দিয়ে কিছু করা হচ্ছে না। সহযোগী সংগঠনগুলোর প্রতিটি শাখার যেখানেই দূর্নীতি দূষ্কর্ম যেমন, সন্ত্রাস, চাাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা এসব বিষয় আছে সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরিবারের দাবির বিষয়ে প্রসঙ্গে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই মানবিক। বিএনপি বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। চিকিৎসকদের বক্তব্যের সাথে দলের বক্তব্যের কোন মিল নেই। যেখানে দলের লোক এবং পছন্দের চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল বোর্ড বলছে চিকিৎসার কোন সংকট নেই। তার স্বাস্থ্য ভালো আছে। দেশের বাহিরে পাঠানোর মতো কোন অবস্থা তার হয় নাই। এটা বিএনপি বলছে কিন্তু মেডিকেল বোর্ড তা বলছে না।

 

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন-সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার হারুন অর রশীদ, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা ট্রাফিক পুলিশের টিআই মোল্লা তাসলিম হোসেন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com