গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ পারটেক্স গ্রুপের গাড়ি চালক গ্রেফতার

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের পুত্র শওকত আলী রাসেলের গাড়ী চালককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শনিবার (২ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে গাড়ি চালক সুমনকে (২৯) গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ২৮ রাউন্ড গুলি, ১২শ’ ইয়াবা বড়ি, ২৪ বোতল বিভিন্ন ব্রা-ের বিদেশী মদ, ২৮ ক্যান বিয়ার ও নগদ ২২ হাজার ৩শ’ টাকা উদ্ধার করা হয়।

 

ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে থানা পৃথক দু’টি মামলা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com