ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক নয়নের পাশে অয়ন ওসমান
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মরণব্যাধি ক্যান্সারের আক্রান্ত অনলাইন নিউজপোর্টাল টাইমস নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডট কম’র সম্পাদক মেহেদী হাসান নয়নের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমান। সাংবাদিক নয়নের উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে দুই লাখ টাকা দিয়েছেন অয়ন ওসমান। এছাড়াও সার্বিক সহযোগীতারও আশ্বাস নিয়েছেন তিনি।
নয়ন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা মডেল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য।
শনিবার (২ নভেম্বর) দুপুরে নয়নের স্ত্রী’র হাতে অয়ন ওসমানের অর্থ তুলে দেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগ নেতা আহমেদ কাউছার, সুমিত, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামন প্রমূখ
মেহেদী হাসান নয়ন ভারতের বেলুরে কয়েকদিন প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।