বক্তাবলীতে প্রীতি ফুটবল ম্যাচ

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বক্তাবলীতে কানাইনগর বন্ধু মহলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা শুক্রবার (১ নভেম্বর) বিকালে কানাইনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে খেলোয়ারদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ফুটবল ম্যাচের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য রাসেল চৌধুরী।
মোঃ বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সমাজ সেবক হাফেজ মোঃ আলেক চাঁন, ইমাম হোসেন, নুর ইসলাম, শাহাদাত হোসেন, আক্তার হোসেন, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন-সালাউদ্দিন আহমেদ, দাদন মিয়া, জনি গাজী, আকাশ গাজী, নেকবর আলী, আল আমিন।
প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন কানাইনগর বড়দল ও কানাইনগর ছোট দল। খেলায় ৩-২ গোলের ব্যবধানে ছোটদল বিজয়ী হয়। পরে বিজয়ী দলকে টফি তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা আমাদের শরীর ও মনকে ভাল রাখে। আমাদের শরীর গঠনে খেলাধুলার বিকল্প নাই। এছাড়াও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় মনোযোগী করতে হবে।