দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে এফসিটি ডমিনিয়ন চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী ফ্রেন্ডলি ক্রিকেট টূর্নামেন্টে এফসিটি ডমিনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (১নভেম্বর) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ফ্রেন্ডলি ক্রিকেট টিম এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে এ টূর্নামেন্টের আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে এ নামে একটি গ্রুপ ৪টি দলে বিভক্ত হয়ে এ টূর্নামেন্টে অংশ নেয়।
শুরুতে কোরআন তেলোওয়াত পরে জাতীয় সংগীত পরিবেশন করে খেলা আরম্ভ হয়।
দিনব্যাপী এ আয়োজনে প্রথমে দুটি সেমি-ফাইনাল ম্যাচ এবং পরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমি-ফাইনালে এফ, সিটি ভিক্টোরিয়ান্স এর সাথে এফসিটি, প্রিন্স একাদশ এর খেলা হয়। এই খেলায় এফসিটি ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে জয় লাভ করেন। ম্যান অব দি ম্যাচ হন এফসিটির খেলোয়াড় ওবায়দুল।
দ্বিতীয় সেমি-ফাইনালে এফ সিটি ডমিনিয়ন এর সাথে এফ, সিটি কুল একাদশ এর খেলা অনুষ্ঠিত হয় । এফ, সিটি ডমিনিয়ন ২৯ রানে এফ, সিটি কুল একাদশকে পরাজিত করে।
দিনের শেষ এবং ফাইনাল ম্যাচে এফসিটি ডমিনিয়ন দূর্দান্ত খেলে এফ, সিটি ভিক্টোরিয়ান্সকে ৭৭ রানে পরাজিত করে।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন সেতু খান এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন অজয় কুমার ।
এর আগে সকালে গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।