ফতুল্লায় বন বিভাগের অভিযানে ৯টি পাখি উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় বন বিভাগের অফিসের লোকজন অভিযান চালিয়ে মুনিয়াসহ ৯ টি পাখি উদ্ধার করেছে। এসময় অভিযানের টের পেয়ে পাখির মালিক পাখি ফেলে পালিয়ে যায়।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ফতুল্লার পঞ্চবটির বন বিভাগের অফিসের লোকজন ফতুল্লার ডিআইটি মাঠে পশুর হাটে অভিযান চালিয়ে পাখি গুলো উদ্ধার করা হয়।
এদিকে ফতুল্লার ডিআইটি মাঠে পশুর হাটে পশু পাখি সংরক্ষণ নিষিদ্ধ এমন পাখি বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে পঞ্চবটির বন বিভাগের অফিসের শরীফুল ইসলাম ও আব্দুল্লাহ অভিযান চালায়। এসময় অভিযানের টের পেয়ে এক পাখি বিক্রেতা পাখি ফেলে পালিয়ে যায়।
পঞ্চবটি বন বিভাগের অফিসের শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ডিআইটি মাঠে পশুর হাটে অভিযান চালিয়ে জনসাধারণের কাছে সংরক্ষণ নিষিদ্ধ মুনিয়া পাখি ৮ টি ও হিরামন টিয়া পাখি ১টি উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিত টের পেয়ে পাখির মালিক পাখি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।