নড়াইলে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট’র উদ্বোধন
নড়াইল সংবাদদাতা, প্রেসবাংলা২৪ডটকম: নড়াইলে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব -১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগীতা। সকাল ৯ টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোডের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
শুক্রবার (১নভেম্বর) সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিসিবির আয়োজনে অনুর্ধ্ব – ১৮ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয় ।
উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল, পটুয়াখালি জেলা দলের মোকাবেলা করছে। এ প্রতিযোগিতায় পটুয়াখালি ,বাগেরহাট, সাতক্ষীরা ও ঝালকাঠি জেলা দল অংশ গ্রহণ করবে। এছারাও নড়াইলে প্রভূপদ মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাগতিক নড়াইলের ভবানীপংর মুক্তিযোদ্ধা প্রজন্ম ফুটবল একাদশ বনাম যশোরের বাগডাঙ্গা ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
খেলা মাঠে গড়ানোর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।
সদর উপজেলা নির্বাহী কমকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজিম উদ্দীন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই বিশ্বাস, প্রমূখ।