গোলাম সারোয়ারের মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: একসময়ের তুখোড় ছাত্রনেতা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদে নেতাকর্মীদের ঢল নেমে আসে। অশ্রু ও দোয়ায় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা এই প্রয়াত নেতাকে স্মরণ করে।
শুক্রবার (১ নভেম্বর) বাদ আছর নগরীর চাষাড়ার রামবাবুর পুকুরপাড় এলাকা মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
মিলাদে গোলাম সারোয়ারের অনুজ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, সারাজীবন মানুষকে ভালবেসেন গেছেন গোলাম সারোয়ার। আমাদেরও শিখেয়েছেন মানুষকে কীভাবে ভালবাসতে হয়। এখন আমি আর বক্তব্য দেই না। অন্তর থেকে আসা কিছু কথা শুধু বলি।
দোয়ায় আরও স্মৃতিচারণ করেন গোলাম সারোয়ারের আরেক ছোট ভাই শাহাদাত হোসেন ভুইয়া সাজনু। সাজনু আবেগাপ্লুত হয়ে বলেন, বাবা মারা যাবার পরে সারোয়ার ভাই আমাদের ৬টি ভাইবোনকে আগলে রেখেছেন। পারিবারিক বন্ধন ও শিক্ষা আমরা তার কাছে থেকেই পেয়েছি। যদিও আমরা তার মতো হতে পারবো না। কিন্তু তার দেখানো পথে চলব আমৃত্যু।
দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের ঢল নামে। বিকেল থেকেই নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা এসে ভীড় জমাতে শুরু করেন হীরা মহলে।
হীরা মহলে দোয়ায় অংশ নেন সাংসদ শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপি।
এছাড়াও দোয়ায় উপস্থিত ছিলেন-জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, একাত্তুরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ^াস, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।