‘শর্তে’ কাউন্সিলরপুত্র রিয়েনের জামিন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আইসিটি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়ে ১৫ দিন কারাগারে থাকার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবুর ছেলে রিয়েনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ আদেশ দেন। মামলার বাদী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুুর রহমান মাসুমের জিম্মাতেই আসামি রিয়েনকে জামিন প্রদান করেন আদালত।
এ বিষয়ে এড. মাহবুবুুর রহমান মাসুম বলেন, আদালত বলেন, শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া যেতে পারে যদি আপনার (বাদী) আপত্তি না থাকে। তবে আপনার (বাদী) জিম্মায় তার জামিন হবে। পুনরায় যদি এ ধরণের কোনো আচরণ সে করে এবং আপনি যদি তার বিরোধীতা বা কোনো ধরণের অভিযোগ করেন তাহলে সাথে সাথে তার জামিন বাতিল করা হবে।
তিনি আরও বলেন, আমি আইনের আশ্রয় নিয়েছি। আইন তার নিজস্ব গতিতে চলবে। স্বাভাবিকভাবে জামিনের বিরুদ্ধে ছিলাম আমি। কিন্তু এজলাস থেকে বেরিয়ে আসামিকে আদালতে অন্যান্য আইনজীবীরা প্রকাশ্যে আমার পা ধরে ক্ষমা চাইয়েছেন। জজ সাহেবও এ ব্যাপারে অনুরোধ করেন এবং আমার জিম্মায় তার জামিন দেন।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর রাতে নগরীর পাইকপাড়া এলাকা থেকে গ্রেফতার হয় রিয়েন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য করে স্ট্যাটাস দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করেন এড. মাসুম।