বন্দরে ২ লাখ মিটার কারেন্ট জালসহ ৩ জেলে আটক
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে মেঘনার মোহনা থেকে ২ লাখ মিটার কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ। এ সময় জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত দেড়টায় ১০ কেজি ইলিশ ও ২ লাখ মিটার কারেন্ট জালসহ তাদের আটক করা হয়।
আটককৃত জেলেদের পরিচয় হলো – মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবানীপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে সাহেব আলী (৪৫), একই গ্রামের গাফফার মিয়ার ছেলে সজিব (৩০) ও একই গ্রামের মৃত গরীব হোসেনের ছেলে বাবুল মিয়া (৪০)।
বুধবার বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নির্দেশে কারেন্ট জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও আটককৃত ৩ জেলেকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।