শিল্পের ইতিহাস জানতে হবে এবং পড়তে হবে: ড. মীজানুর রহমান

জবি প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলায় বিভাগ আয়োজিত ২য় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পুরষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯অক্টোবর) বেলা ১২ টায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, শিল্পচর্চার জন্য থাকতে হবে। শিল্পের প্রতি ভালবাসা, শিল্পবোধ, শিল্পের চেতনা থেকেই মহৎ শিল্প কর্মের সৃষ্টি হয়। শিল্প প্রার্থনার মতো। প্রার্থনায় যেমন ধ্যান ও জ্ঞান থাকতে হয় তেমনি শিল্পতেও থাকতে হয়। তবে শুধু মাত্র টেকনিকাল বিদ্যা জানলেই হবে না এজন্য শিল্পকে বুঝতে হবে। শিল্পের ইতিহাস জানতে হবে এবং পড়তে হবে।

 

 

বিশেষ অতিথির বক্তব্যে বরণ্য চিত্রশিল্পী শহীদ কবির বলেন, ভাল ছবি আঁকা যায় না ভাল ছবি জন্ম নেয়। ভাল ছবির জন্য বেশি বেশি কাজ করতে হবে।উক্ত প্রদর্শনীতে তিন ক্যাটাগোরিতে ১৮ জন শিল্পীকে পুরস্কার প্রদান করা হয়। ড্রইং ও পেইন্টিং মাধ্যমে শ্রেষ্ঠ পুরষ্কার পায় শ্রীকান্ত রায় সূবীর, ছাপচিত্রে শেষ্ঠ রাউফুন নাহার রিতু ভাস্কর্যে শ্রেষ্ঠ জেসমীন সুমী।

 

এছাড়া সম্মান পুরস্কার পায় তামজিদ নওরীন পূর্ণী, মারজান কবির,জয়া মজুমদার, তানজিম আলম তনীমা, সাদিয়া সুলতানা শান্তা , তাহরা তানজিম জ্যোতি, কারিমা রাখি, আসফিকুর রহমান, মিহির শুভ, ফাতেমাতুজ্জ জোহরা, সাফিয়া মুনতাহীনা,হৃদয় হোসাইন, পায়েল দাস অনিক, নাদিয়া তানজুম প্রমুখ।

 

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলপ্তগীন তুষার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব আরো উপস্থিত ছিলেন শিল্প সমালোচক অধ্যাপক ড. মঈনুদ্দিন খালেদ প্রমুখ।

 

উল্লেখ্য গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্য এই ২য় বার্ষিক প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com