আড়াইহাজারে ৭ মাদক মামলার আসামি গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ মাদক মামলার আসামি  হাবুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত হাবু ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, হাবু ও তার স্ত্রী দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল। ইতিপূর্বে একাধিকবার গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক বিক্রি শুরু করে। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ হাবুকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। তার নিকট থেকে ৫২ পিছ ইয়াবা ও ৬শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাবুর বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com