সন্তানের সামনে বাবাকে উলঙ্গ করে অমানবিক নির্যাতনের ভিডিও ২০১৮ সালের

প্রেসবাংলা২৪ডটকম: ভোলা জেলার লালমোহন উপজেলাধীন ডাওরী বাজারে শত শত মানুষ ও দুটি শিশু সন্তানের সামনে মোটরশ্রমিক জসিমকে উলঙ্গ করে  নির্যাতন করে । পুলিশ জানায় ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে। 

স্থানীয়রা জানায়, নির্যাতনকারী হাসান কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে। মোটরসাইকেল চালক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল হাসান। জসিম উক্ত প্রস্তাবে রাজি না হলে ডাওরী বাজারে জনসম্মুখে উলঙ্গ করে তার দুটি শিশু সন্তানের সামনে বিএনপি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে।

রবিবার রাতে নির্যাতনকারী কালমা ইউনিয়নের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি হাসানকে পুলিশ গ্রেফতার করে। এর পরপরই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে। এ ঘটনা পর সর্বত্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। 

লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, ভিডিওটি ২০১৮ সালের। হাসানকে রবিবার রাতে ডাকাতি মামলায় গ্রেফতার করার পর এ ভিডিওটি ছাড়া হয়েছে।

 

https://www.facebook.com/Bhola.charfassion/videos/1025126191169482/?t=0

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com