বন্দরে স্কুল ছাত্রীকে উক্ত্যক্তকারীর ১৫ দিনের জেল

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় হাবিব (২৫) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বন্দর সহকারি কমিশনার (ভূমি) আফিফা খান এ রায় দেন।

 

হাবিব বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় ভাড়া থাকে। সে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নটেশ্বর গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

 

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, স্কুল পড়ুয়া এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে হাবিব উত্যক্ত করে আসছিলো। সোমবারও ঐ ছাত্রীকে উত্যক্ত করে। এসময় স্থানীয় জনতা বখাটে রিক্সা চালক হাবিবকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। সোমবার দুপুরে হাবিবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ কারাদন্ডাদেশ দেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com