না’গঞ্জে যুবদলের সমাবেশে পুলিশের বেধড়ক লাঠিপেটা

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের সমাবেশে বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) নগরীর ডিআইটিতে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষ্যে নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ এসে কোন কথা ছাড়াই লাঠিপেটা শুরু করে। পুলিশের এ আচরণে হতভম্ব হয়ে দিগ্বিদিক ছুটোছুটো করে নেতাকর্মীরা। এতে সংগঠনের ১০জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে জেলা যুবদলের নেতারা।

 

এর আগেও চাষাড়ায় মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। মহানগর যুবদলের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার।

 

অন্যদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডিআটিতে মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট শাখাওয়াৎ হোসেন খানের নের্তৃত্বে জেলা ও মহানগর যুবদলের একাংশের নেতা-কর্মীরা একটি র‌্যালী বের করে। র‌্যালিটি বঙ্গবন্ধু সড়কের ডিআইট এলাকায় এলে পুলিশ তাদের বাধা দেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে র‌্যালিটি চাষাঢ়ার দিকে এগুতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে।

 

মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নের্তৃত্বে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর যুবদলের আরেকটি র‌্যালি বের করতে চাইলে পুলিশ সেখানেও বাধা দেয় দিয়ে তাদের ব্যানার ছিনিয়ে নেয়। এসময় নেতা-কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তিও হয়। পরে পুলিশের ব্যারিকেডের ভেতরে মহানগর যুবদলের নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন।

 

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, পুলিশ আমাদের রাজনৈতিক কর্মসূচী পালন করার অধিকার হরণ করেছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে চেয়েছিলাম। পুলিশ আমাদের বাধা দিয়েছে।

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, পুলিশ আমাদের ব্যানার কেড়ে নিয়েছে। আমাদের যুবদলের প্রতষ্ঠিা বার্ষিকী পালন করতে বাধা দিয়েছে। পুলিশের লাঠিচার্জে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে দাবি করে খোরশেদ বলেন, আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে চাই।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com