না’গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুবদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবাষিকী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সমাবেশ ও মিছিলের ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। এসময় নেতাকর্মীদের সাথে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমূম আলম খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের সহসভাপতি সানোয়ার হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্টু, যুবদল নেতা সরকার আলম, রাশেদুল রহমান রশু, আক্তার হোসেন খোকন শাহ, মাসুদ রানা, নুরুল হক চৌধুরী দীপু প্রমুখ।
সমাবেশ শেষে মিছিল বের করতে গেলে দ্বিতীয়দফায় পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা।
এডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার থাকলেও পুলিশ বাধা দেয়। কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।