ফতুল্লায় ট্রাক চাপায় রিক্সাচালক নিহত
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় ট্রাকের চাপায় রিক্সা চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ ও হেলপার আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর দের টার দিকে থানার পাগলা বাজারে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, পাগলা বাজার এলাকায় ট্রাকের চাকায় নিচে পরে এক রিক্সা চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা ট্রাক ও হেলপারকে আটক করে। এ সময় কৌশলে চালক পালিয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, হেলপারকে আটক ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।