না’গঞ্জবাসীকে রুখে দাঁড়াতে হবে: আইভী
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি পার্ক করে দিয়েছি। এটা রক্ষার দায়িত্ব নারায়ণগঞ্জবাসী। রেলওয়ে মাথায় জায়গা করে নিবে সেটা হবে না। পুকুর রক্ষা করেছি শহরের মানুষের জন্য। আমাদের পূর্ব পুরুষদের জায়গা রেলওয়ে অধিগ্রহণ করেছে বিক্রির জন্য না। নারায়ণগঞ্জবাসীকে রুখে দাঁড়াতে হবে।’
তিনি আরো বলেন, ‘জনপ্রতিনিধি গোপনে জায়গা করে দিব আবার মায়াকান্না করবো সেটা হবে না। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পেছনে কারা জায়গা বিক্রি করেছে সেটা সকলের জানা দরকার। আমি চাই নারায়ণগঞ্জবাসী আমার পাশে এসে দাঁড়াক।’
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের ১১টি চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই উৎসবের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা শাহজাহান শামীম।
এর আগে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে সিটি করপোরেশনের উদ্যোগে নির্মাণাধীন শেখ রাসেল নগর পার্কের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
২৩ অক্টোবর বুধবার দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ওই পার্ক পরিদর্শন করে কাজ বন্ধ ও আটকের নির্দেশ দেন। তখন মন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘এ সম্পত্তির মালিক রেলওয়ে। এখানে অন্য কেউ কাজ করতে কিংবা জমি নিতে চাইলে নিয়ম আছে। অবশ্যই সেটা মানতে হবে। আমাদের জায়গা আমাদের দখলে রাখতে যা ব্যবস্থা করার দরকার আমরা করবো। কিন্তু সেখানে গায়ের জোরে কোন কাজ করতে দেওয়া হবে না।’
মন্ত্রী জানান, সরকারি কোন সংস্থারও যদি রেলের জমি প্রয়োজন হয় সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষের কাছ থেকে নিয়মতান্ত্রিক ও বৈধভাবে নিতে হবে। জবর দখল করে রেলের জায়গা কাউকে ব্যবহার করতে দেয়া হবে না। অবৈধভাবে দখল করে রাখা সকল স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।