আড়াইহাজারে বাস খাদে নিহত ৩, আহত ২০

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫/২০জন বাসের যাত্রী। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার পুরিন্দা এলাকার এ ঘটনা ঘটে। আর ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘনাস্থলে গিয়ে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করে।

নিহতরা হলো, আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে নূরে আলম (৩০) ও ঝিনাইদহ কালীগঞ্জ এলাকার মৃত হায়দার আলীর ছেলে শহিদুল হক (৫৫)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। আর তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। নিহত নুরে আলম রিকশা চালক ও শহিদুল স্থানীয় একটি মিষ্ঠির দোকানের কর্মচারী।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঢাকা থেকে নরসিংদীগামী এশটি লোকাল একটি যাত্রীবাহী বাস যার নাম্বার (ঢাকা মেট্রো-জ-১১-২২৪৫) আড়াইহাজার পুরিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয় আর অন্তত ১৫/২০ জন নারী পুরুষ আহত। হাসপাতালের নেওয়ার পর আরো ১ জন মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঁচরুখী ও মাধবদীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

তিনি আরো বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা গেছে। ২ জনের পরিচয় পাওয়া গেলে হাসপাতালে মারা যাওয়ার ব্যাক্তির পরিচায় পাওয়া যায়নি। শুনেছি তার বাড়ী রুপগঞ্জ এলাকায়। এই ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com