সোনারগাঁয়ে বাল্য বিবাহ নিরোধ আইন অবহিতকরণ সভা

 

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উপজেলায় বাল্য বিবাহ নিরোধ আইন সর্ম্পকে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর সহায়তায় উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাচঁপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ওমর, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আক্তার, কমিশনার জায়েদা আক্তার মনি প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে অঞ্জন কুমার সরকার বলেন, দৃষ্টিকোন বদলান সমাজ বদলে যাবে। দেশের সরকার, স্পিকার, মন্ত্রী, এমপি সব জায়গাতে নারী ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। তবে নারীরা কেন বাল্য বিয়ের শিকার হয়ে ঘরের কোনঠাসা হয়ে পড়বে। উপজেলা প্রশাসন, চেয়ারম্যান, ইউপি সদস্য, ইমাম ও স্থানীদের নিয়ে একসাথে কাজ করে আমরা সোনারগাঁ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করব।

 

কর্মশালায় বক্তারা বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ বাস্তবায়নে করনীয় সম্পর্কে উপস্থাপন করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার কাজী, ইমাম, জনপ্রতিনিধি ও নারীরা উপস্থিত ছিলেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com