ধামাচাপা দেয়ার চেষ্টা ব্যর্থ: কাশীপুরে যৌন নিপীড়ক হেলাল গ্রেফতার

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কাশীপুর এলাকায় ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগে হেলাল (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল। কিন্তু জনরোষের কারণে তার সে চেষ্টা ভেস্তে যায়।

 

বুধবার (২৩ অক্টোবর) বিকালে কাশীপুর খিলমার্কেট এলাকার যুবলীগ নেতা শ্যামলের অফিস থেকে তাকে আটক করে ফতুল্লা মডেল পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আটক হেলাল কাশীপুর খিলমার্কেট এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে। এর আগেও হেলালের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের একাধিক অভিযোগ পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা।

 

তবে ঘটনাটি ধামাচাপা দেয়ার বিষয়টি অস্বীকার করেন আনিসুর রহমান শ্যামল। তিনি প্রেসবাংলা২৪ডটকমকে বলেন, আমি এলাকায় ছিলাম না। লোকজন তাকে ধরে আমার অফিসে নিয়ে এসেছে। পরে কয়েকজন আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছে। যারা এনেছে তারাই বিষয়টি ভাল বলতে পারবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com