জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক নয়ন!
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক এম এইচ নয়ন। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনলাইন নিউজপোর্টাল টাইমস নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডট কমের এই সম্পাদক।
নয়নের পরিবার সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের প্রথমদিকে শরীরে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি হয় নয়ন। প্রথমদিকে চিকিৎসকরা জানান, নয়নের ডেঙ্গু হয়েছে। প্রায় ১৫দিন ধরে চলে ডেঙ্গুর চিকিৎসা। কিন্তু ২০দিনেও কোন উন্নতি না হওয়ায় চিকিৎসরা আরো পরীক্ষা-নিরীক্ষা করেন। একপর্যায়ে নয়নের পরিবারকে জানানো হয়, সে লিউকোফেনিয়ায় আক্রান্ত হয়েছে। যা বোন ম্যেরুতে আক্রমণ করেছে। সাধারণ অর্থে একে বোন ম্যেরুর ক্যান্সার বলা হয়।
উন্নত চিকিৎসা ও বোন ম্যেরু ট্রান্সপারেন্টও করতে হতে পারে। এতে বিশাল অঙ্কের টাকাও লাগবে।
সদাহাস্যোজ্জ্বল নয়নের এ খবরে সাংবাদিকদের মধ্যে বিষাদের ছায়া নেমে আসে।
ফটোসাংবাদিকদের সংগঠন ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নেতা ও অন্যান্য সাংবাদিকরা তাকে দেখতে ছুটে যাচ্ছেন হাসপাতালে।
ব্যক্তিগত জীবনে নয়ন বিবাহিত। নাবিল নামের ৬ বছরের একটি পুত্র রয়েছে তাদের সংসারে।
নয়েনর সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।