আহত জামাল তালুকদারের শয্যাপাশে জন্মভূমি সম্পাদক

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সংবাদ প্রকাশের জের ধরে মারধরে আহত নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক অগ্রবাণী প্রতিদিনের এবং স্থানীয় নিউজ পোটাল সকাল নারায়ণগঞ্জ’র চীফ ফটো সাংবাদিক জামাল তালুকদারকে দেখতে গেলেন দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাফর আহমাদ।

 

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাংবাদিক জামাল তালুকদার’র নিজ বাসভবনে দেখতে আসেন তিনি।

 

এসময় তিনি সাংবাদিক জামাল তালুকদারের সার্বিক খোঁজ খবরের পাশাপাশি সাংবাদিক জামাল তালুকদার’র উপর নৃশংস এই হামলার নিন্দা জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনা হয় সেই জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

 

প্রসঙ্গত, সোমবার ২১ অক্টোবর সন্ধায় সাংবাদিক জামাল তালুকদার অফিসে যাাওয়ার সময় নগরীর ৭২নং এস ডি রোড কুমুদিনী বাগানে আগে থেকে ওৎ পেতে থাকা আরজু, চুন্না, গাজীসহ ১০/১৫ জন পথ আটকিয়ে লোহার রড, লাঠি দিয়ে মেরে আহত করে। এসময় সাথে থাকা তার স্ত্রীকেও লোহার রড দিয়ে পায়ে আঘাত করে আহত করে। এঘটনায় সাংবাদিক জামাল তালুকদার’র স্ত্রী নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হামলাকারী আরজু, চুন্না, গাজী’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার নং-৩২।

 

One thought on “আহত জামাল তালুকদারের শয্যাপাশে জন্মভূমি সম্পাদক

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com