কাউন্সিলর রাজীবকে ১৪ দিনের রিমান্ড

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

 

রোববার (২০অক্টোবর) রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ নির্দেশ দেন।

 

আদালত সূত্র জানায়, মাদক ও অস্ত্র মামলায় কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ২০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

শনিবার রাতে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

 

উল্লেখ্য, রাজীব ২০১৫ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময়ে আবার ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com