না’গঞ্জে আগামীকাল প্রাঃ শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা। সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ৬৩১ জন উত্তীর্ণ পরীক্ষার্থী এই মৌখিক পরীক্ষায় অংশ নিবেন।

 

রোববার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

জেলা প্রশাসন জানিয়েছে , চার সদস্যের নিয়োগ কমিটির উপস্থিতিতে মৌখিক পরীক্ষা এক সপ্তাহের মধ্যে শেষ করা হবে। এরপর নভেম্বরের প্রথম দিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনসহ কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার, শিক্ষানুরাগী কাশেম জামাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল।

 

জেলার মোট ৬৩১ জন পরীক্ষার্থীর মধ্যে সদর উপজেলার ২৬৭ জন, বন্দরের ১২৬ জন, সোনারগাঁয়ের ১৮ জন, আড়াইহাজারের ১৬৬ জন ও রূপগঞ্জের ৫৪ জন পরীক্ষার্থী অংশ নিবেন।

 

সূত্রমতে জানা গেছে, লিখিত পরীক্ষার ৮০ নম্বর আর মৌখিক পরীক্ষায় ২০ নম্বর থাকবে। লিখিত আর মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।

 

এদিকে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোন তদবির কিংবা ঘুষের মাধ্যমে নিয়োগ পাওয়ার সুযোগ নেই  । তিনি বলেন, শুধুমাত্র মেধার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ হবে। কেউ ঘুষ চাইলে আমাকে জানাবেন।

 

উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বছরের ১৫ সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ৬৩১ জন পাশ করেন।  মৌখিক পরীক্ষার মাধ্যমে চুড়ান্ত নিয়োগের ফল প্রকাশ করা হবে।

 

 

One thought on “না’গঞ্জে আগামীকাল প্রাঃ শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com