বন্দরে ১৫০ বোতল ফেনসিডিল সহ আটক ১
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এর শাসনেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে পুলিশ ।
শুক্রবার (১৮অক্টোবর) গভীর রাতে কামতাল তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই আনোয়ার হুসাইন এর সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযানে হাজ্বী মোঃ আসাদুল্লাহর বসত বাড়ীতে তল্লাশি চালিয়ে তার ছেলে আরমানকে (৩০) ১৫০ বোতল ফেনসিডিল সহ আটক করেন ।
এসময় এস আই আনোয়ার বলেন, আরমান বেশকিছুদিন যাবৎ এলাকায় ফেনসিডিল ও ইয়াবা সহ মাদক ব্যাবসার সাথে জড়িত , আমারা গোপন সংবাদের ভিওিতে তার বসত বাড়ীতে তল্লাশি চালাই। এসময় তার ঘরের খাটের নিচ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় । তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং সেই সাথে তার সাথে আরও যারা জড়িত আছে তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে ।