জীবপ্রযুক্তি মেলায় তিন মিনিটে গবেষণাপত্র উপস্থাপন
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: জাতীয় জীবপ্রযুক্তি মেলা উপলক্ষে রোববার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে তিন মিনিটে গবেষণা ফলাফল উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি বিভাগের আয়োজনে দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নানা বিষয়ে তিন মিনিটের মধ্যে গবেষণার বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টেলিভিশনের সিইও আব্দুন নূর তুষার, খোলা কাগজের সম্পাদক ড. কাজল রশীদ শাহীন, নিউজ টুয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিয়া রহমান, নুহাশ চলচ্চিত্রের ডিরেক্টর মেহের আফরোজ শাওন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজেদ হোসেন।