আড়াইহাজারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় সুশান্ত সাহা নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) রাতে এক যুবতীর করা মামলায় র্যাব-১১ এর একটি তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সুশান্ত সাহা (২৭) স্থানীয় গোপালদী পৌরসভাধীন উলুকান্দী এলাকার প্রদীপ কুমার সাহার ছেলে। শনিবার তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠিয়েছে র্যাব।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সাল থেকে তার সঙ্গে ঐ যুবতীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই সুবাদে বিভিন্ন সময় বিনোদন কেন্দ্রে ঘুরতে নিয়ে সুশান্ত সাহা তার সঙ্গে বেশ কিছু অশ্লীল স্থিরচিত্র মোবাইলে ধারণ করে রাখে। পরে এসব ছবি বন্ধু-বান্ধবকে সরবরাহ করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকী দিয়ে বাদীকে আরও কিছু অশ্লীল ভিডিও এবং স্থিরচিত্র দিতে বাধ্য করা হয়। এক পর্যায়ে তাকে শারীরিক সর্ম্পক গড়ে তোলারও প্রস্তাব দেয়া হয়। তাতে তিনি রাজী হচ্ছিলেন না। পরে স্থানীয় এক নারীর মোবাইলে পূর্বে ধারণকৃত কিছু ভিডিও এবং স্থিরচিত্র সরবরাহ করা হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম এর সত্যতা স্বীকার করে বলেছেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে।