ফতুল্লায় বিপুল পরিমাণ ইলিশ জব্দ, আটক ১
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ জব্দ করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ ৷
বুধবার (১৬ অক্টোবর) রাত ৪টার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ৷
এই অভিযানে ১১ মন মা ইলিশ জব্দ করা হয় ৷ এ সময় মুন্সিগঞ্জের লৌহজং থানার সামুর বাড়ি গ্রামের মৃত জমর উদ্দিন ঢালীর ছেলে লিটন ঢালীকে (৪০) আটক করা হয় ৷
পরে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, সরকার এই মৌসুমে মাছ ধরা নিষেধ করেছেন ৷ নিয়ম করা হয়েছে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবরে মা ইলিশ ধরা যাবে না ৷ কিন্তু এই নিয়ম অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী এ সময়ও ইলিশ ধরেন ৷ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ফতুল্লা এলাকা থেকে প্রায় ১১ মন মা ইলিশ জব্দ করে এবং একজনকে আটক করে ৷
তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি মোতাবেক মাছগুলোকে গরিব মানুষ কিংবা এতিমখানাতে দিয়ে দেওয়া হবে ৷
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-৩) শাহাদাত হোসেন প্রমুখ৷
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.