কোন সভ্য দেশে এই মিডিয়া ট্রায়াল হয় না আমাদের দেশে হচ্ছে : শামীম ওসমান

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নতুন ছাত্র ছাত্রীদের বরণ করতে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে । এক ঝাকজমক পূর্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির আয়োজন করা হয় এবং নবীনদের বরণ করা হয় ।

বৃহস্পতিবার (১৭অক্টোবর) নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের ভিতর এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান ।

 

শামীম ওসমান তার বক্তব্যে বলেন, নেতা হয়ে সঠিক সময় সঠিক কথাটা বলতে পারি না। আমার খুব কষ্ট লাগছে, আমার ভিতরে এখন যে কথাটা আছে, আমি তোমাদের সামনে সেই কথাটা বলতে পারবো না। আজ থেকে ৩০ বছর আগে আমার যে সাহস ছিল, এখন আর সেই সাহস নেই। আমি যে তোমাদের একটা সাহসের পথ দেখাবো সেই সাহসটুকুও আমার নেই।

 

 

তিনি আরো বলেন,  জ্ঞানিরা বলে গেছেন, এমন একটা সময় আসবে, জুতো রাখা হবে তাকে, আর বই খাতা ফুটপাতে। আজ সেটাই দেখা যায়। এটা কিন্তু ভালো না। আমি তোমাদের কাছে একটা অনুরোধ রাখবো। আমার কাছে কষ্ট লাগে, লজ্জা লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। যখন দেখি বাংলাদেশে তুমি বেস্ট স্টুডেন্ট না। এটাও সত্য, আমি তোমার মতো ভালো ছাত্র ছিলাম না। তাহলে বাংলাদেশে বেষ্ট স্টুডেন্ট পাবো কিভাবে? যারা ভালো শিক্ষার্থী তারা বুয়েটে, মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পরে। সেই বুয়েটেই কয়েক দিন আগে একটি ঘটনা ঘটেছে। আমি চিন্তিত হয়েছি। ভেবেছি, এর আগে কি এ ধরণের ঘটনা ঘটেনি? ছাত্র মারা যায় নি? আমাদের সাথে কত ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। যে গুলোর একটিরও বিচার আমরা পাই না। এই তোলারাম কলেজের ভিতরে ঢুকে গুলি করে হত্যা করা আবু আউলায়কে। সেটারও বিচার পাইনি। কিন্তু বাস্তবতা হচ্ছে, বুয়েটে একটি হত্যাকান্ড সংগঠিত হয়েছে। মারলোটা কে? সবাই বলে ছাত্রলীগ, আমিও বলি ছাত্রলীগ। আমার কষ্ট হচ্ছে দুই জায়গায় একটা হচ্ছে যে ছেলেটাকে মেরেছে তার জন্য আরেকট হচ্ছে যারা এই ছেলেটাকে মেরেছে , আমি বলবনা কারা এই ছেলেটাকে মেরেছে কারন যতক্ষণ প্রর্যন্ত আদালত বলবেনা কে মেরেছে ।  যদিও মিডিয়া  কনফার্ম করে দেয় কোথায় কি ঘটেছে । পৃথিবীর কোন সভ্য দেশে এই মিডিয়া ট্রায়াল হয় না , আমাদের দেশে হচ্ছে । কিছু কিছু মিডিয়া আছে তারা এইটা করছে , তারা একটি অস্থিতিশীল রাষ্ট্র চায় । আমার কষ্ট হয় ঐ ছাত্রদের নিয়ে যারা মারল তারাও তো বুয়েটের স্টুডেন্ট । অনেকেই ছাত্র পড়িয়ে লোখাপড়া করত । তারমানে এমন না যে তারা বাপ মার বখে যাওয়া ছেলে । তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা কি তৈরী করছি , আমরা চাচ্ছি কি? রেজাল্ট না মানুষ ? আমরা কি জিপিএ ৫ চাই নাকি বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মানুষ চাই ? আমার প্রশ্নটা এখানেই ।

 

 

শামীম ওসমান বলেন, আমার কাছে তিনটা কলেজ খুব প্রিয় । এক তোলারাম কলেজ, দুই মহিলা কলেজ এবং নারায়ণগঞ্জ কলেজ । মহিলা কলেজ প্রিয় এই কারণে এই কলেজের মেয়েরাও কিন্তু আমাদের জন্য কম সংগ্রাম করেনি । ৮১সালে আমাদের উপর যখন গুলি হচ্ছিল , আমাকে যখন মারার জন্য ৯০০ রাউন্ড গুলি এখানে ছাড়া হয়েছে, আমাদের ছাত্র নেতাদের বাঁচানোর জন্য আমাদের ছেলেরা যখন দেয়াল টপকে ঐ পাড়ে গেছে আপনারা বিশ্বাস করবেন মহিলা কলেজের মেয়েরা সেই দিন আমাদের অনেককেই যেমন নারায়ণগঞ্জ বারের পিপি খোকনকে যখন ধরে ফেলবে তখন এর উপর মেয়েরা শুয়েছিল তাকে দেখতে দেয়নি ।

 

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি শামীম ওসমানের পত্নী সালমা ওসমান লিপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্রলীগ যারা করে, তারাও মানুষ। আমার মনে হয়, মুষ্টিমেয় মানুষ যদি ছাত্রলীগের হয়ে খুন করে। তাহলে, তাদের জন্য পুরো ছাত্রলীগকে অভিযুক্ত করা ঠিক হবে না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। তোমরা আজ আমাকে যে সম্মান করলে তার যোগ্যতাকি আমি রাখি । তোমাদেরকে বলি তোমরা যত ভালোর কাছে যা ভালোত্ব তত বাড়বে, তুমি যত সুন্দরের কাছে যাবে তত বেশি সুন্দর হবে , তুমি যত বিশালত্বের কাছে যাবে তত বড় হবে বিশাল হবে এগুলোইতে আমরা চাই ।  আমাদের অন্তরের অন্তস্থল থেকে দোয়া তোমাদের জন্য এগুলো তোমরা শক্তি ধারক তোমরা শক্তিবাহক তোমরা তরুণ তোমরা নবীণ, তোমরা আমাদের আশা, তোমরা আমাদের ভরসা, তোমরা আমাদের প্রত্যাশা । তোমাদের কাছেই আমাদের এই বাংলাদেশ, তোমাদের কাছেই আমাদের এই পৃথিবী ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানি সিংহ এছাড়া ও উপস্থিত ছিলেন তোলারাম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com