জামিন নামঞ্জুর, রিয়েন জেলে

 

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুু পুত্র রিয়নকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

রিয়েনকে জেলহাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সদর মডেল থানায় মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমের নামে ফেসবুকে অশালীন, আপত্তিকর মন্তব্যে আপলোড করায় আইসটি অ্যাক্টে একটি মামলা করেন মাসুম। সেই মামলায় একই দিন রাতে রিয়েনকে গ্রেপ্তার করা হয়।

 

উলেখ্য, মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম সদর মডেল থানায় আইসিটি অ্যাক্টে কাউন্সিলর বাবুর ছেলে এম আর কে রিয়েনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরই এদিন রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ পাইকপাড়ায় বাবুর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে রিয়েনকে গ্রেপ্তার করেন।

 

এর আগে সোমবার ১৪ অক্টোবর রিয়েন তার ফেসবুকের ‘মাই ডে স্টোরী’তে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান মাসুমকে রাজাকার পুত্র বলে আখ্যায়িত করে এবং জনতা ব্যাঙ্কের টাকা আত্মসাৎকারী হিসেবেও উলেখ্য করে একটি পোস্ট দেন।

 

রিয়েন তার স্টোরীতে লিখেছেন, ‘সভাপতি এড মাসুম তুই রাজাকারের সন্তান তুই জনতা ব্যাংকের কোটি কোটি টাকা মারসোত বাংলা সিমেন্ট নামে। তোর মতো বাটপার প্রেসক্লাবের সভাপতি কেমনে হয়। আমরা কিন্তু নারায়ণগঞ্জ এর সন্তান তোদের মত দালালদের নারায়ণগঞ্জ ছাড়া করা উচিত। তোদের মত লোকেরা আমাদের সুন্দর নারায়ণগঞ্জকে নষ্ট করতেছস। একজন জনপ্রিয় কাউন্সিল আব্দুল করিম বাবু এর নামে কথা বলার আগে ভাবা উচিত ছিলো সে যদি রাস্তায় নামে ৫০ হাজার লোক সাথে নিয়ে নামবে। পালানোর সুযোগ পাবি না। আমাদের শক্তি আমাদের সৎ সাহস।

 

এর আগে গত রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এড. মাহবুবুর রহমান মাসুম বক্তব্যকালে প্রশ্ন তুলে বলেছিলেন, আমরা দেখেছি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সবসময়ই ডিসি সাহেবরাই সভাপতি হতেন। কিন্তু কোনো এক অদৃশ্য সূতার টানে কাউন্সিলর আব্দুল করিম বাবু যাকে ডিস বাবু হিসেবে মানুষ চিনে সে সভাপতি হয়ে আছে। তার মতো একজন অপরাধী কীভাবে সে স্কুলের সভাপতি হয়?

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com