সোনারগাঁয়ে ৯ জেলের জেল-জরিমানা

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৯ জেলেকে আটক করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

 

রোববার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনকুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা ও ৬ জনকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়।

সোনারগাঁ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের দায়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নৌ-পুলিশের সহায়তায় ৯ জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উকুল চন্দ্র দাস, শরিফুল ইসলাম, ফাররুক মিয়া, ফয়সাল আহম্মেদ, সাকিব মিয়া, রাব্বি মিয়া নামের ৬ জন জেলেকে ১৫ দিনের কারাদন্ড দেন ও রুবেল হোসেন, আক্তার হোসেন ও মোকিব হোসেন নামের তিন জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

এ সময় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com