সিঙ্গাপুরে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিঙ্গাপুর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সিঙ্গাপুরে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাতীয় শ্রমিক লীগের সিঙ্গাপুর শাখা কমিটি।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুরস্থ ফখরুদ্দিন রেস্টুরেন্টে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের  ভারপ্রাপ্ত সভাপতি তাহাজ্জুত হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিঙ্গাপুর আওয়ামীলীগের সহ  সভাপতি ইন্জিনিয়ার আব্দুল মালেক হীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা তুহিন ব্যাপারি,আরিফ হোসেন,সিঙ্গাপুর  যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমাল হোসেন, আন্তর্জাতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ, সিঙ্গাপুর আওয়ামীলীগের সদস্য বাহার উদ্দিন, ফরহাদ,রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকের অধিকার আদায়ের লক্ষে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা হয়েছিল বঙ্গবন্ধু হাত ধরে এবং আরে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দূরনীতি বিরোধী অভিযানের মধ্য দিয়ে দেশকে সঠিক নেতৃত্বে এগিয়ে নিচ্ছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com