রূপগঞ্জে ৩ ডাকাত ২দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জের পূর্বাচল থেকে গ্রেপ্তার হওয়া তিন ডাকাতকে ২দিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার (১৩ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, হিরনাল মাঝিপাড়া এলাকার জসিম উদ্দিন সরকারের ছেলে শান্ত সরকার, গুতিয়াব মধ্যপাড়া এলাকার শাহজাহানের ছেলে জিসান ও মৃত মোস্তফা মিয়ার ছেলে ইয়াছিন মিয়া।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চাইলে আদালত ২দিনের মঞ্জুর করে।
উলেখ্য, গত ১০ সেপ্টেম্বর রাতে রূপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরের ৩নং সেক্টরে সী-সেল পার্কের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে আটক করা হয়। সাথে থাকা আরও ৩জন ডাকাত পালিয়ে যায়। এ সময়ে আটককৃত ডাকাতদের কাছ থেকে ৬টি ছোরা ৫টি মোবাইল ও একটি সুজুকী মোটর সাইকেল উদ্ধার করা হয়।