যুবলীগের হাল ধরছেন বাবু!

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: যুবলীগের হাল ধরছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ক্যাসিনোকাণ্ডের পরে যুবলীগের নেতৃত্বে বড় ধরণের পরিবর্তনে চমক হিসেবে দায়িত্ব পেতে পারেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। কয়েকদিন ধরে আলোচনায়ও রয়েছেন বাবু।

 

বাংলাদেশ আওয়ামী লীগের এই ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন আগামী ৯ নভেম্বর। কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের পদধারী নেতাকর্মীদের মধ্যে তেমন একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে না।

 

নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু এক সময় ছিলেন তুখোর ছাত্রনেতা। ছাত্রাবস্থায় রাজপথ কাপানো সেই নেতা টানা তিন মেয়াদে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন। ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার সময় আহত হন এই নেতা। সেই দিনের নৃশংস গ্রেনেড হামলার স্পিলিন্টার এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন তিনি।

 

সম্প্রতি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এমপি বাবু। আড়াইহাজার আওয়ামী লীগে প্রভাবশালী এই নেতা এবার কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে সভাপতি পদে আসছেন বলে আলোচনা চলছে। এমন প্রচারণা চালাচ্ছেন এমপি বাবুর অনুসারী নেতাকর্মীরাও। কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে আসার জন্য তোড়জোড়ে লবিংও চলছে বলে একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে। এদিকে দায়িত্ব পেলে তার জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু।

 

এ বিষয়ে এমপি বাবু গণমাধ্যমকে বলেন, ‘আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবো। আমি শতভাগ নিশ্চিত যে দায়িত্ব পেলে আমি তরুণদের জন্য কিছু করতে পারবো। নেত্রী যেভাবে চান আমি সেভাবে দায়িত্ব পালন করবো।

 

তিনি আরও বলেন, আমি নিজেকে একজন ভালো সংগঠক বলেই মনে করি। যদি দল আমাকে যোগ্য মনে করে তাহলে বঙ্গবন্ধুর আদর্শের লড়াইয়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে আমি জীবন বাজি রেখে সঠিক ও সৎ উদ্দেশ্যে সর্বোচ্চ পরিশ্রম করবো।

 

বর্তমানে যুবলীগ নিয়ে চলছে নেতিবাচক আলোচনা। সম্প্রতি বেশ কয়েকজন যুবলীগ নেতা দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন। অভিযোগের তীর উঠেছে আরও কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে। তবে দায়িত্ব পেলে নিজের সততা ও দক্ষতার মাধ্যমে এসব আলোচনা কাটিয়ে উঠতে পারবেন বলেও মনে করেন তিনি। বলেন, কেবল নিজের কথা বলবো না আসলে যাদের ব্যাকগ্রাউন্ড ভালো তারা কমিটিতে আসলে এই বিষয়টি কাটিয়ে উঠতে পারবে। নেত্রী আসলে কেমন বাংলাদেশ চান? তিনি চান বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে সে এই বিষয়গুলো কাটিয়ে আসতে পারবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com