ভারতের সাথে সব চুক্তি দেশবিরোধী: চরমোনাই পীর

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ইসলামী আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন ভারতের সাথে সব চুক্তিই দেশবিরোধী । দেশের মানুষ যেখানে সব জায়গায় গ্যাস সরবরাহ নিশ্চিত হয়নি সেখানে ভারতকে আমাদের সরকার গ্যাস দিয়ে আসে এটা মেনে নেয়া যায় না। এতে বুঝা যায় এই সরকারের ভারত প্রেম অনেক বেশী ।

 

রোববার (১৩অক্টোবর) নগরীর জামতলাস্থ হীরা কমিনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, ফেনী নদীর পানি দেওয়ার যে চুক্তি সরকার করেছে তা কখনো জনগণ মেনে নিবেনা । অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে। ভারতের সাথে যা চুক্তি হয়েছে সব দেশবিরোধী ।

 

এছাড়া ও তিনি বলেন, বুয়েট মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে । অন্যথায় দেশের সকল ছাত্র সমাজ এর সমুচিত জবাব দিতে বাধ্য হবে।

 

সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাও. লোকমান হোসাইন জাফরী, নগর সহ-সভাপতি মোহাম্মদ নূর হোসেন, মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি গিয়াসুদ্দিন মোহাম্মদ খালিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মোহাম্মদ শেখ হাসান আলী, ইশা ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মোঃ ইমদাদুল হক প্রমূখ ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com