নিখোঁজ ব্যবসায়ী সেই মিন্টু নিজেই ফিরলেন বাসায়

প্রতিবেদক: নিখোঁজ ব্যবসায়ী মিন্টু নিজেই বাসায় ফিরছেন। শনিবার (১২ অক্টোবর) ভোরে ফরাজীকান্দার নিখোঁজ সেই ব্যবসায়ী ইশতেকার আহমেদ মিন্টু বাসায় ফিরে আসেন।

বাড়িতে ফেরার পরে পরিবারের সদস্যদের তিনি জানান, ৯ অক্টোবর রাজধানীর কাকরাইলের ট্রাভেল এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে গুলিস্তানে কয়েকজন লোক তাকে অনুসরণ করতে থাকে। লোকজনগুলো খুব কাছে আসার পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন। দুই দিন পরে তিনি দেখেন চট্টগ্রামের একটি রাস্তায় পরে রয়েছেন। এসময় নিজের কাছে থাকা টাকা মানিব্যাগ ও মোবাইলগুলো নাই। কিছুটা জ্ঞান ফিরে পাবার পরে তিনি একটি বাসে উঠে নারায়ণগঞ্জ চলে আসেন।

তবে এখনও ইশতেকার আহমেদ মিন্টুর কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে।

প্রসঙ্গত ব্যবসায়ী মিন্টু গত ৯ অক্টোবর কাশীপুর ফরাজীকান্দা র বাড়ি থেকে রাজধানীর কাকরাইলের উদ্দেশ্য রওনা দেন। ওইদিন রাত থেকেই তা আর খোজ পায়নি পরিবার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com