গণধর্ষণের দায়ে ৫ জনকে ৩ দিনের রিমান্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডট কম: সোনারগাঁর তালতলা এলাকায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলায় ৫ আসামীকে ৩দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুন আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে ৩দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
অভিযুক্ত আসামীরা হলেন, আবু সাইদ (২৪), ইমরান (২৪), আবুল (৩০), রনি (২৩), মাসুদ (২৬)। এ ঘটনা তিনজন আসামী পলাতক রয়েছে। পলাতক আসামীরা হলেন, জাহাঙ্গীর, তাবারুল, আরিফ।
এ মামলার আয়ু সোনারগাঁ থানার ইন্সেপক্টর আহসান উল্লাহ জানান, গত ৭অক্টোবর রাতে কাজ শেষে সিএনজি যোগে বাড়ি ফিরার পথে অভিযুক্তরা তাকে তুলে নিয়ে তালতলা এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে গণধর্ষণ চালায়। পরদিন ভিকটিম নিজে বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।