আড়াইহাজারে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে সাহেলা আক্তার (২৫) নামে দুই সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, স্বামী গলাকেটে হত্যা করেছে স্ত্রীকে । ঘটনার পর থেকে স্বামী মোবারক হোসেন পলাতক ।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টা থেকে ১টার দিকে ঘুমন্ত অবস্থায় স্বামী তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।
নিহত সাহেলা আক্তার স্থানীয় গোপালদী পৌরসভাধীন উত্তরকলাগাছিয়া এলাকার মোবারক হোসেনের স্ত্রী ও একই এলাকার হাসেম আলীর মেয়ে। অনেক দিন থেকেই তাদের দাম্পত্য কলহ , ঝগড়া বিবাদ ও মারধর করতো বলে জানান নিহত সাহেলার পরিবার । নিহত সায়লার পরিবারে একছেলে ও এক মেয়ে রয়েছে ।
নিহতের বোন পারভীন আক্তার জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিভিন্ন সময় তার বোনকে মারধরও করা হতো। স্বামী তাকে দীর্ঘদিন ধরেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সংসারে কলহের জেরে মঙ্গলবার রাত ১০টা থেকে ১টার মধ্যে যেকোনো সময় নিজের শোবার ঘরের খাটে তাকে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির আহমেদ জানান , নিহতের মরদেহ গলা কাটা অবস্থায় খাটে পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতের স্বামী হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারেন।











