বক্তাবলীর রামনগর সড়কটির বেহাল দশা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার বক্তাবলীর রামনগর সড়কটির বেহাল দশা। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল পড়ে পড়ে থাকলেও যেন দেখার কেউ নেই। সড়কের এখানে-সেখানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার একপাশ ধসে পড়েছে। ফলে সড়কটি দিয়ে যাতায়াত ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
রামনগর এলাকার বাসিন্দা নাজির হোসাইন জানান, রামনগর খালেক মাস্টারের মসজিদ হতে আওয়ামী লীগ নেতা শহীদ উল্লাহর বাড়ি পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য। রাস্তার পাশে জলাশয় হওয়ায় ভাঙতে ভাঙতে সড়কটি জলাশয়ে চলে যাবার উপক্রম হয়েছে।
তিনি অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার জানানো হলেও কেউ কর্ণপাত করছেন না।
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য রাসেল চৌধুরী জানান, শুনেছি এ সড়কের প্রকল্পটি পাস হয়েছে। আগামী মাসে টেন্ডারে উঠতে পারে। তবে সবচেয়ে ভাল হয় আপনি উপজেলা প্রকৌশলীর সাথে একটু কথা বলেন।
উপজেলা সহকারী প্রকৌশলী জামাল হোসেন জানান, আপাতত রামনগরে কোন সড়কের প্রকল্প নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এ বিষয়ে না জেনেই বলেছেন।
অন্যদিকে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।