৭দিনেও খোঁজ মিলেনি তিতুমীর কলেজ ছাত্রের
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না তিতুমীর কলেজের ছাত্র বিল্লাল হোসেনের (২৩)। গত ১ অক্টোবর সবশেষ তার বাবা আশ্রাফ আলী হাওলাদারের সাথে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে বিল্লালের আর খোঁজ মিলেনি।
নিখোঁজ বিল্লাল বরগুনা জেলার বেতাগী থানার বিবিছিনি এলাকার আশ্রাফ আলী হাওলাদারের ছেলে।
আশ্রাফ আলী হাওলাদার জানান, একমাস আগে বিল্লাল হোসেন বরগুনা থেকে নারায়ণগঞ্জে আসে। সরকারী তিতুমীর কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র। পড়াশোনার খরচ জোগাতে বিল্লাল প্রগতি আইটি নামের একটি প্রতিষ্ঠানে পার্টটাইম চাকরি নেয়।
তিনি জানান, ১ লা অক্টোবর বিল্লালের সাথে শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ। তাকে কোথাও খুঁেজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় আশ্রাফ আলী হাওলাদার গত ৭ অক্টোবর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-২১৮।