বিএনপিই হিন্দু সম্প্রদায়ের আপনজন : খন্দকার খোরশেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ ১৩নং ওয়ার্ডে বিভিন্ন মহল্লা ও পূজা মন্ডপে বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 

সোমবার (৭অক্টোবর) নগরীর জামতলা, মাসদাইর, আমলাপাড়া, চাষাড়া রবি দাস পাড়া ও কুমুদিনী বাগান এলাকায় ঘরে ঘরে ও গলাচিপা কুড়িপাড়া মন্ডপে দুঃস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পাচঁ শতাধিক শাড়ি বিতরণ ও শুভেচ্ছা বিনিয়ম করেন বি এন পি নেতা ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 

কাউন্সিলর খোরশেদ শুভেচ্ছা বিনিময়কালে  নগর উন্নয়নে দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ আমাদের জন্মস্থান। নারায়ণগঞ্জকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা আমাদেরই দায়িত্ব।

 

এসময় তিনি গৃহস্থালির বর্জ্য অপসারণে সবার সহযোগিতা কামনা করেন।

 

বি এনপির এই নেতা আরো বলেন, একমাত্র বিএনপিই হিন্দু সম্প্রদায়ের আপনজন। বিএনপির শাসনামলেই আপনারা ও আপনাদের সম্পদ নিরাপদ থাকে।

 

এছাড়াও  তিনি  বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সকলের আশীর্বাদ কামনা করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুড়িপাড়া মন্ডপের সাধারণ সম্পাদক প্রশান্ত মোদক, টুকু মোদক, মিন্টু মোদক, তপন মোদক, শওকত খন্দকার, রিটন দে, মহিউদ্দিন শুভ, মো: শহিদ, রানা মুন্সি প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com