ফতুল্লায় মিলের চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় একটি ষ্টীল মিলে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছে। এসময় দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তখন তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা আইসিওতে রাখেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে আলীগঞ্জ এলাকায় অবস্থিত নিউ ঢাকা মর্নিং ষ্টীল মিলে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন, হাবিব, আব্দুর রহিম ও সোহাগ। তাদের প্রত্যেকের বয়স ৪০-৪৫ বছরের মধ্যে। তাদের গ্রামের বাড়ির নাম ঠিকানা জানাতে পারেননি কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম।
তিনি জানান, কারখানার চুল্লির সামনে ময়লা জমলে তা পরিস্কার করতে হয়। শ্রমিকরা তা পরিস্কার না করে কাজ করছিলো। এসময় সকাল ১০টার দিকে আগুনের গোল্লা তাদের উপর এসে পড়ে। এতে তিন শ্রমিকের প্রায় ৪০-৪৫ ভাগ শরীর দগ্ধ হয়।
তিনি আরো জানান, হাসপাতালের আইসিওতে শ্রমিকদের রাখা হয়েছে।
তবে হাসপাতালের একটি সুত্র জানান, তিন শ্রমিকের প্রায় ৮০ ভাগ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।