পুলিশের পোষাক পরে গণডাকাতি

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে পুলিশ ফাড়ি সংলগ্ন পুলিশের পোষাক পরে একটি বাজার ঘেরাও করে ৩টি জুয়েলারী ও ১টি মোবাইলের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল তিনটি দোকান থেকে ৮০ ভরি স্বর্ণ, ৪৫ কেজি রূপা, ১১টি মোবাইল সেট ও নগদ ১০ লক্ষ টাকা সহ ৫২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় দোকান ২ কর্মচারী, ২পাহারাদার সহ ৪ জন আহত হয়েছে।

ডাকাতির ঘটনাটি ৭ অক্টোবর সোমবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর বাজারে আলম সুপার মার্কেটে ঘটেছে।

 

পুলিশ ও বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে ২৫/২৬ জনের ডাকাতদল রাধানগর বাজারটি ঘিরে ফেলে। তারা বাজারের পাহারাদার আব্দুল ও হাসেমকে আটক করে তাদেরকে পিটিয়ে আহত করে ও মার্কেটের ভাড়াটিয়া ও নির্মান শ্রমিক কবির হোসেন,মোহর আকন্দী ও মাসুদকে মার্কেটের দোতলায় আটক করে বাজারটি ঘেরাও করে ফেলে ডাকাতদল। পরে তারা আলম সুপার মার্কেটের উজ্জ্বল মিয়ার উজ্জ্বল স্বর্ণালয়ের সার্টার ভেঙ্গে ভেতরে থাকা কর্মচারী প্রসেনজিৎ ও আনোয়ারকে পিটিয়ে আহত করে ও অস্ত্রের মুখে জিম্ম্ িকরে ৩টি সিন্দুক ভেঙ্গে ৭০ ভরি ওজনের স্বর্ণালংকার,৪১ কেজি ওজনের রূপার অলংকার ও ৭লক্ষ টাকা,একই সময় শাহিনের স্বর্ণের দোকানের তালাকেটে ৭ভরি ওজনের স্বর্ণালংকার ও ৩কেজি রূপার অলংকার,মোস্তফার স্বর্ণের দোকানের তালাভেঙ্গে ৩ভরি স্বর্ণ ও কেজি রূপা ও মুক্তার হোসেনের মোবাইলের দোকানের তালাভেঙ্গে ১১টি মোবাইল সেট লুট করে নিয়ে যায় ডাকাতদল। ডাকাতরা ২াট স্পিট বোর্ডে এসে ডাকাতি শেষে আবার স্প্রিট বোর্ডেই পালিয়ে যায়।

 

মার্কেটের ভাড়াটিয়া ও নির্মান শ্রমিক কবির হোসেন জানান, ডাকাতরা পুলিশের পোষাক পরে শর্টগান ও পিস্তল নিয়ে তাদেরকে আটক করে মার্কেটের দোতালায় একটি কক্ষে নিয়ে আটক করে রাখে। পরে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ৩ঘন্টা পর্যন্ত বাজারে তান্ডব চালায় ডাকাতদল।

 

উজ্জ্বল স্বর্ণালয়ের মালিক উজ্জ্বল হোসেন জানান,তার জুয়েলারীর ৩টি সিন্দুক ভেঙ্গে ৭৫ ভরি স্বর্ণ,৪১কেজি রূপা ও ৭লক্ষ টাকা লুট করে ডাকাতদল।

 

তিনি অভিযোগ করেন, কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রটি মার্কেটের ১শ গজের মধ্যে হলেও ঘটনার সময় কোন পুলিশ যায়নি।

 

মঙ্গলবার দুপুরে সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) অনিচ উদ্দিন ও আড়াইহাজার থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান,ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুস্কৃতিকারীরা সিকিউরিটি গার্ডের পোষাক পড়ে আসছে বলে শোনাগেছে। উজ্জ্বল স্বর্ণালয়ের কর্মচারী প্রসেনজিৎকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com