এক সোফায় শামীম ওসমান-এসপি হারুণ

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বসেছেন একসোফায়। মাঝখানে সামান্য দূরত্ব। বর্তমান সময়ে নারায়ণগঞ্জে সবচেয়ে আলোচিত এমপি শামীম ওসমান ও পুলিশ সুপার হারুণ অর রশিদের মধ্যকার শীতল সর্ম্পক। এই শীতল সর্ম্পকের মধ্যেও দু’জন বসেছেন একই সোফায়। একান্তে কথা বলেছেন, খাবারও খেয়েছেন একসাথে।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জের সূতা ব্যবসায়ী লিটন সাহার বাসায় আলোচিত এই ব্যক্তিকে একসাথে দেখা গেছে।

 

আওয়ামী লীগের সাংসদ (নারায়ণগঞ্জ-৪) একেএম শামীম ঘনিষ্ট একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, লিটন সাহার বাসায় এসপি হারুন ও সাংসদ শামীম ওসমানের মধ্যে একান্তে বেশ কিছুক্ষন কথা বলেন। পরে লিটন সাহার বাড়িতে একত্রে সবাই মিলে খাওয়া-দাওয়াও করেন।

 

হারুন অর রশীদ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকেই তার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমানের সম্পর্ক নিয়ে এক ধরণের আলোচনা চলছিল। শামীম ওসমানের অনুসারীরা এসপি হারুন ও জেলা পুলিশের উপরে এক প্রকারের বিষোদগারও করেছেন। এমনকি খোদ শামীম ওসমানও এ নিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে কথা বলেছেন। এসব বিষয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে লেখালেখিও হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক ঘটনা ঘটে গেলেও আলোচনার শেষ হয়নি। তবে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় তাদের সম্পর্কে নতুন মোড় নিয়েছে বলে মনে করছেন অনেকে। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে এসপি হারুনের সাথে কথা বলতে তার কার্যালয়ে যান সাংসদ শামীম ওসমান। একান্তে দীর্ঘক্ষন আলাপ করেন দুইজন। এরপর আজ লিটন সাহার বাড়িতে একত্রে পুজোর নিমন্ত্রণে উপস্থিত হন তারা।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com