আড়াইহাজারে মোটর গ্যারেজে কিশোর খুন

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : আড়াইহাজার একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান থেকে পারভেজ (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার ওই দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পারভেজের বাড়ি ময়মনসিংহ জেলায়।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পারভেজ ও সুমন নামের আরেকজন আশোয়াট গ্রামের জুয়েলের মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানের কর্মী। প্রতিদিনের মত সোমবার রাতে কাজ শেষে জুয়েল তাদের ঘুমিয়ে পড়ার কথা বলে বাড়ি চলে যান।

 

মঙ্গলবার সকাল ৮টার দিকে জুয়েল দোকানে গিয়ে দেখেন বাইরে থেকে তালা ঝোলানো এবং পাশেই তালার চাবি পড়ে আছে। চাবি নিয়ে তালা খুলে দেখে পারভেজের গলা কাটা লাশ মেঝেতে পড়ে আছে। অন্যদিকে সুমন দোকানে নেই এবং তার মোবাইল ফোন বন্ধ।

 

ওসির ধারণা সহকর্মী সুমন এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। ঘটনার পর থেকেই সে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com