আবরার হত্যা: না’গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা।
মঙ্গলবার ( ৮ অক্টোবর) সকালে ‘নারায়ণগঞ্জের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচি ও মিছিলে নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দ্রুত বিচার দাবি করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের নেতা আবু তালহা আব্দুল্লাহ বলেন, আমরা কথা বলতে চাই কিন্তু আমাদের কথা বলতে দেয়া হয় না। কথা বলেই এরকম হত্যার শিকার হচ্ছি। আমরা আর চুপ থাকব না। আমাদের কথা কেউ থামাতে পারবে না।
হত্যাকারীদের কোন দল নেই উল্লেখ করে অবস্থান কর্মসূচিতে বক্তারা ঘাতকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন-মহিদুল হাসান ইফতি, ইশতি, রাজু প্রমুখ। অবস্থান কর্মসূচির আগে একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রেসক্লাব ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়।
একই দাবিতে এর আগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। মিছিল শেষে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি সুলতানা আক্তার, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি সুমাইয়া সেতু প্রমুখ।
বক্তারা বলেন, হাফিজুল, অভিজিৎ, বিশ্বজিৎ ও নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকীকে হত্যার লাশের মিছিলে আরেকজনের নাম যুক্ত হলো। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই লাশের মিছিল ধীরে ধীরে বাড়তেই থাকবে। আজ থেকেই এই হত্যার মিছিল রুখতে হবে আমাদের।