সরকার কাউকে ধর্মীয় সংখ্যালঘু মনে করেন না: আ ক ম মোজাম্মেল হক
সোনারগাঁও প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক সোনারগাঁও উপজেলায় বিভিন্ন পূজান্ডপ পরিদর্শন করেছেন । পরিদর্শন কালে তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের কাছে সব ধর্মের লোকজনই সমান। সবাই রাষ্ট্রীয়ভাবে সমান অধিকার ভোগ করবে। আমাদের সংবিধান এ নিশ্চয়তা দিয়েছেন। বর্তমান সরকার কাউকে ধর্মীয় সংখ্যালঘু মনে করেন না।
রবিবার (৬ অক্টোবরে) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকায় পোদ্দারবাড়ি পূজামন্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেক ধর্মীয় উৎসবে আমরা অংশগ্রহন করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।
তিনি আরো বলেন, সংবিধানে জাতির পিতা সংযুক্ত করে গেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার সে অনুযায়ী আমরা সবাই মিলেমিশে যার যার ধর্ম পালন করবো। অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সেজন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। আমরা এ দেশকে যেমন পেয়েছি তার চেয়ে অনেক বেশী উন্নত করে রেখে যেতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইন, বিকেএমইএ সহ-সভাপতি অমল পোদ্দার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক ড. সেলিনা আক্তার, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান প্রমুখ৷