মরেছে আবরার, জেগে উঠেছে স্ট্যাটাস!

বিশেষ প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: মরার পরেও নিহত বুয়েট ছাত্র আবরারের স্ট্যাটাসে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবরার ফাহাদের ফেইসবুক স্ট্যাটাসে লাইক, কমেন্ট শেয়ার বেড়েছে ঝড়ের গতিতে।

গত ৫ অক্টোবর বিকাল ৫টা ৩২ মিনিটে আবরার ফাহাদ তার ফেইসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে লিখেন-‘

১.৪৭ এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশেে কোন সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল। কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিছিলো। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।

 

২.কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েকবছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চাই না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড়লাখ কিউবিক মিটার পানি দিব।

 

৩.কয়েকবছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তরভারত কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাব।

 

হয়তো এসুখের খোঁজেই কবি লিখেছেন-
“পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।’

 

 

সাধারণ ছাত্রদের দাবি, ভারতবিরোধী এ স্ট্যাটাসে কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা আবরার ফাহাদের উপর হামলা চালায়।

 

তাদের মতে, নিজের মত প্রকাশ করে ফেইসবুকে দেয়া একটি স্ট্যাটাস-ই কাল হলো ফাহাদের।

 

https://www.facebook.com/abrarfahad225?epa=SEARCH_BOX

 

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com