ফতুল্লার তল্লায় বেকারীতে অভিযান, গ্রেফতার ৪
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার তল্লা এলাকার জিল্লুর বেকারি নামে একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা হয় এমন অভিযোগ ৪ জনকে আটক করা হয়েছে৷
সোমবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় ওই বেকারিতে জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়৷
আটককৃতরা হলো- পশ্চিম তল্লা এলাকার মফিজের ছেলে জিল্লুর, জিল্লুর বড় ভাই আলমগীর, বেকারির কর্মচারি ওমর ফারুক ও সোহরাব৷
এ বিষয়ে ডিবির উপ-পরিদর্শক (এসআই) সায়েম বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জিল্লুর বেকারি নামে এই বেকারিতে খাদ্য পণ্য তৈরি করা হচ্ছিল৷ এমন সংবাদে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাই৷ এ সময় জিল্লুর, আলমগীর, ওমর ফারুক, সোহরাব নামে চারজনকে আটক করা হয়৷ আটক জিল্লুর নামে এই বেকারি পরিচিত হলেও বেকারিটি পরিচালনা করতেন জিল্লুর ভাই নাঈম৷ তবে সে পলাতক রয়েছেন৷
তিনি আরও বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষনিক সাজা দেওয়া হবে।